Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিজাম শিপিং লাইন্স এর সৌজন্যে দপদপিয়ায় ত্রান বিতরন।
Details

দপদপিয়ায় নিজাম শিপিং লাইন্স এর প্রতিষ্ঠান- এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিঃ এর সৌজন্যে

করোনার প্রভাবে অসহায় মানুষের সাহায্যে ত্রান বিতরন।

দপদপিয়া ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন এর অসহায়, দিনমজুরদের মাঝে নানা সহায়তা ও সেবা প্রদানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ইউনিয়ন এর অনেকে সহায়তা বিতরন কার্যে এগিয়ে এসেছেন। তেমনি ভাবে অসহায় লোকদের কথা চিন্তা করে, আজ- 01 এপ্রিল 2020খ্রি. তারিখ নিজাম শিপিং লাইন্সের (এ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স লিমিটেড)’র পক্ষ থেকে সকাল থেকে গরীব, অসহায়, দিনমজুর ব্যক্তিদের মাঝে ত্রান বিতরণ করা হয়। এ সময়ে নিজাম শিপিং লাইন্স, নিজাম গ্রুপ অব কোম্পানী এবং এফ.বি.সি.সি.আই এর পরিচালক: জনাব আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন (সি.আই.পি) এর পক্ষ থেকে ত্রান বিতরন কার্য পরিচলনা করেন, তাহার ভাই- ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান: জনাব আলহাজ্ব সোহরাব হোসাইন বাবুল মৃধা এবং জনাব আলহাজ্ব নাসির উদ্দিন মৃধা।

আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন তাহার নিজস্ব তহবিল থেকে ৫০০ শত পরিবারকে- দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, দুই কেজি মসুর ডাল, তেল, লবন, সাবান ইত্যদি প্রদান করেন এবং ভবিষ্যতেও যে কোন প্রাকৃতিক দূর্যোগ কিংবা দুঃসময়ে সকলের পাশে থাকবেন বলে জানান এবং বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সামর্থ অনুযায়ী সকলকে অসহায় মানুষের পাশে থাকার জন্য অনুরোধ করেন। তাহার এই মহৎ উদ্যোগের জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেব তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং নিজাম শিপিং লাইন্সের জন্য শুভ কামনা ও সাফল্য কামনা করেন।

Images
Attachments
Publish Date
01/04/2020
  • আমার শপথ, আমার পন * গড়বো ডিজিটাল ইউনিয়ন

  • আসুন সবাই শপথ করি * মাদক মুক্ত ইউনিয়ন পড়ি।