দপদপিয়ায় চেয়ারম্যান সাহেবের প্রচেষ্টায় টিসিবির পন্য বিক্রয় শুরু: করোনা ভাইরাসের কারনে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে গরিব, অসহায় ও দিনমজুর ব্যক্তিদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া মধ্যবিত্ত পরিবার গুলোর কথা চিন্তা করে চেয়ারম্যান সাহেবের একান্ত প্রচেষ্টায় অদ্য থেকে দপদপিয়ায় টিসিবির পন্য বিক্রয় আরম্ভ হয়েছে। চেয়ারম্যান সাহেব জানান, মানুষের যাতে সাধ্যের মধ্যে ক্রয় করার সুযোগ হয় এবং সুলভ মূল্যে পন্য ক্রয় করতে পারেন সেজন্য এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। বর্তমান পরিস্থিতিতে প্রতিদিন এভাবে দ্বারে দ্বারে বিক্রয় কার্যক্রম চলমান থাকবে এবং আসন্ন পবিত্র রমজান মাসেও এই ধারাবাহিকতা অব্যহত থাকবে- ইন্শা আল্লাহ। চেয়ারম্যান সাহেব সকলকে নির্দিষ্ট পরিমান দুরত্ব বজায় রেখে লাইনে দাড়িয়ে ধৈর্যধরে ক্রয় করার কথা বলেন এবং অযথা বাইরে ঘোরাঘুরি না করে যথা সম্ভব ঘরে থাকতে অনুরোধ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS